নিকলীতে ভুয়া কাস্টমস অফিসারসহ ৪ প্রতারক গ্রেফতার

customs chatirchar

বিশেষ প্রতিনিধি ।।

এক ভুয়া কাস্টমস অফিসারসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ। তারা হলো জেলার বাজিতপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে ভুয়া কাস্টমস অফিসার সোহেল রানা (২৮), সাতিরচরের আলমগীর হোসেনের ছেলে শিব্বির আহম্মেদ সাব্বির, তাতালচরের মেনু মিয়ার ছেলে হৃদয় মিয়া (২০), কুলিয়ারচর উপজেলার শেখ কমর উদ্দিনের ছেলে শেখ হোসেন মিয়া (৩২)।

মঙ্গলবার ৯ আগস্ট দুপুরে গ্রেফতারকৃত ৪ জনকে প্রতারণার জব্দকৃত নগদ এক লাখ ৩০ হাজার টাকাসহ কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ার্ল্ড সোস্যাল অর্গানাইজেশন (সিপ্রা) হ্যান্ডসেক প্রোগ্রাম নামে একটি ভুয়া এনজিওর ৪ কর্মী কিছুদিন যাবৎ উপজেলার ছাতিরচর ইউনিয়নে কার্যক্রম শুরু করে। ইউনিয়নটির হতদরিদ্র পরিবারগুলিকে ১২ বছর পর্যন্ত প্রতি মাসে ১ বস্তা চাল, ৫ কেজি ডাল, ৫ লিটার তেল এবং শিশুখাদ্য অনুদান দেয়ার কথা বলে ১০৩টি পরিবার থেকে ১ হাজার ৩০০ টাকা করে এবং ২৬টি প্রতিবন্ধী পরিবারের কাছ থেকে ৬৫০ টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার ৮ শ’ টাকা আদায় করে।

customs chatirchar

স্থানীয় লোকদের সন্দেহ হলে তারা নিকলী থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতারক চক্রের কাছে তাদের কার্যক্রমের বৈধতার কাগজপত্র চাইলে তারা কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এ সময় প্রতারক চক্রের সোহেল রানা নিজেকে কাস্টমস অফিসার পরিচয় দিয়ে পুলিশকে বোকা বানানোর চেষ্টা করলে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

নিকলী থানার অফিসার ইনচার্জ মুঈদ চেীধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা রুজু করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!