পাকুন্দিয়ায় তুলার গুদামে অগ্নিকাণ্ড

fire

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সোমবার সন্ধ্যা রাতে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮-১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর সদরের বড়বাড়ি রোডে এংরাজ মিয়ার তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় গুদাম ঘরটি তালাবদ্ধ ছিল। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে অগ্নিকাণ্ডের প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এ সময় স্থানীয় লোকজনদের ক্ষোভের মুখে পড়ে তারা। পরে ফায়ার সার্ভিসের ওই ইউনিটটি পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

Similar Posts

error: Content is protected !!