পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সোমবার সন্ধ্যা রাতে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮-১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর সদরের বড়বাড়ি রোডে এংরাজ মিয়ার তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় গুদাম ঘরটি তালাবদ্ধ ছিল। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে অগ্নিকাণ্ডের প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এ সময় স্থানীয় লোকজনদের ক্ষোভের মুখে পড়ে তারা। পরে ফায়ার সার্ভিসের ওই ইউনিটটি পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।