কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান!

kamalpur pri school

নিজস্ব প্রতিবেদক ।।

উপজেলার দামপাড়া কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটিমাত্র ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চার রুমের এই ভবনের একটিতে অফিসকক্ষ, তিনটি শ্রেণিকক্ষ। পাঁচজন শিক্ষক-শিক্ষিকা জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

যে কোনো সময় ছাদ ধসে বড় ধরনের দুর্ঘনার আশংকা করছে ছাত্রছাত্রী অভিভাবক মহল।

বৃষ্টি নামলে ছাদ চুয়ে চুয়ে ক্লাসরুমে পানি জমে। ১৯৯৫-৯৬ অর্থবছরে ভবনটির নির্মাণ কাজ শেষ হয়। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই ভবনের ছাদের প্লাস্টার ভেঙ্গে পড়ছে।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ এরশাদ আলী এই প্রতিনিধিকে জানান, ২০৮ জন শিক্ষার্থীকে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করা হয়েছে।
kamalpur pri school
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ছাইদুর রহমান বলেন, বৃষ্টি নামলেই ছাদ চুয়ে চুয়ে ক্লাসরুমে পানি পড়ে। মাঝে মধ্যে ছাদের প্লাস্টার ভেঙ্গে বড় বড় আকারে ক্লাশরুমের ভিতর পড়তে থাকে। যার ফলে শিক্ষক শিক্ষার্থীরা যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার স্বীকার হতে পারে।

ভবনটি পরিত্ত্যক্ত ঘোষণা করে একটি নতুন ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। দামপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ কমর উদ্দিন বলেন, ভবনের ছাদ ধসে ধসে পড়ছে। জরুরিভিত্তিতে একটি নতুন বিদ্যালয় ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

শিক্ষক ও অভিভাবক সমিতির সভাপতি কারার রফিকুল ইসলাম বলেন, ভবনটি ১৯৯৫ সালে নির্মাণ করা হলেও মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই ধসে পড়ছে। কোমলমতি শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান গ্রহণ করছে। বিদ্যালয়ের আরো ৪৪ শতাংশ জমি রয়েছে। নতুন বিদ্যালয় ভবন নির্মাণে কোনো সমস্যা হবে না।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু তাহের ভূঞা এ প্রতিনিধিকে জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির লিখিত আবেদন পেয়ে উপজেলা শিক্ষা কমিটিকে অবহিত করে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য রেজুলেশনের মাধ্যমে যথাযথ উর্ধ্বতন কর্তৃপক্ষ-এর কাছে আবেদন দাখিল করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!