কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
জেলার করিমগঞ্জে আছমা আক্তার মীরা (১৯) নামে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১১ আগস্ট সকালে উপজেলার ভাটিয়া জহিরকোনা গ্রামের বাড়ি সংলগ্ন ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তরুণী আছমা আক্তার মীরা ভাটিয়া জমিরকোনা গ্রামের আনোয়ারুল হকের মেয়ে। তিনি স্থানীয় একটি কওমী মাদ্রাসার হাদীস বিভাগের ছাত্রী।
জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ওই তরুণী খুন হয়েছেন বলে জানিয়েছেন করিমগঞ্জ থানার ওসি জাকির রাব্বানী। তিনি জানান, নিহতের গলাকাটা ছাড়াও বুকে-পিঠে ছুরির আঘাত রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।