আমাদের নিকলী ডেস্ক ।।
জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) বিনামূল্যে দু’ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করবেন। বাসস
হাসপাতালের বহির্বিভাগে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে এ চিকিৎসাসেবা চলবে।
গত বছর এ দিনে ৬ হাজার ৩৮৭ জন রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছিল।
মেডিসিন, সার্জারি ও দন্ত অনুষদের যে সকল বিভাগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে সেগুলো হলো- ইন্টারনাল মেডিসিন, কার্ডিওলজি, ফিজিক্যাল মেডিসিন, বক্ষব্যাধি উইং, শিশু, শিশু কিডনী, শিশু গ্যাস্ট্রো, শিশু হেমাটো-অনকোলজি, নিউরোলজি, কিডনী, হেমাটোলজি, লিভার, গ্যাস্ট্রোএন্টারোলজি, রিউমাটোলজি, নবজাতক, চর্ম ও যৌনব্যাধি, ক্যান্সার, এন্ডোক্রাইনোলজি (ডায়াবেটিস ও হরমোন), মনোরোগ বিদ্যা, সার্জারি, নাক, কান ও গলা, গাইনী, চক্ষু, অর্থোপেডিক সার্জারি, ইউরোলজি, নিউরো সার্জারি, কার্ডিয়াক সার্জারি, ভাসকুলার সার্জারি, শিশু সার্জারি, পেইন এন্ড পেলিয়েটিভ কেয়ার মেডিসিন, কনজারভেটিভ ডেনটিসট্রি এন্ড এন্ডোডনটিকস, ওরাল এ্যান্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি, অর্থোডনটিকস, প্রস্থডনটিকস ও প্রিভেনটিভ এ্যান্ড চিলড্রেন উইং বিভাগ উল্লেখযোগ্য।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি বাস্তবায়নের জন্য পরিচালক (হাসপাতাল)সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।