নিজস্ব প্রতিবেদক ।।
ইটনা উপজেলায় বাল্য বিয়ের অপরাধে বরকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বর ছানাউল্লাহ (২৬) উপজেলা সদরের মীরহাটি গ্রামের আবেদ আলীর ছেলে। শনিবার ১৩ আগস্ট বিকালে ভ্রাম্যমান আদালতে বিচার করেন ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ।
তিনি জানান, ছানাউল্লাহ মিয়া ১ সপ্তাহ আগে ১ম স্ত্রী ও ২ সন্তান রেখে পার্শ্ববর্তী নিকলী উপজেলার ১৩ বছর বয়সী এক মেয়েকে বিয়ে করেন। খবর পেয়ে ছানাউল্লাহকে আটক করে ভ্রাম্যমান আদালত বিনাশ্রমে ২০ দিনের কারাদণ্ড প্রদান করেন।