আমাদের নিকলী ডেস্ক ।।
রিও অলিম্পিকে নারীদের তিন মিটার স্প্রিংবোর্ডে সদ্য সিলভার পদক জিতেছেন হি জি। এর খানিকক্ষণ পরেই তিনি এমন এক পরিস্থিতির মুখোমুখি হলেন, যার জন্য এই চীনা ডাইভার মোটেও প্রস্তুত ছিলেন না। কি আর, তার সামনে ডায়মণ্ডের আংটি ও গোলাপ ফুল হাতে হাঁটু গাঁড়ার ভঙ্গিতে পেলেন প্রেমিক কিন কাই-কে। যিনি গত সপ্তাহে তার ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ।
পুরো বিশ্বের সামনেই জি’র দিকে আংটি বাড়িয়ে কিন বলে উঠলেন, ‘তুমি কি আমায় বিয়ে করবে?’ বিস্মিত হি জি প্রস্তাব গ্রহণ তো করলেনই, উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে অশ্রুসিক্ত চোখে জড়িয়ে ধরলেন ‘পাগলপ্রেমিক’কে।
পরে জি বলেন, ‘আজকের এ ঘটনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমাকে যে বিষয়টি স্পর্শ করেছে, তা হলো বিশ্বাস। বাকি জীবনটা আমি তাকে বিশ্বাস করতে পারি।’
তিনি আরো বলেন, গতকাল বিকালে আমি কিনকে কিছু একটা মুখস্ত করতে দেখেছিলাম। তখন আমি তাকে প্রশ্ন করলে সে আমাকে জানায় গান করছি। এখন বুঝতে পারছি, এই কথাগুলোই সে আয়ত্ব করছিল।
২৫ বছর বয়সী হি জি ৩০ বছর বয়সী কিন কাইয়ের সাথে প্রেম করছেন দীর্ঘ পাঁচ বছর ধরে। তাই বিয়ের প্রস্তাবকে স্মরণীয় করে রাখার জন্য এর থেকে আর ভালো উপায় কি আছে?
সূত্র : Public marriage proposals aren’t cute – they’re manipulative and awkward (the telegraph)
সূত্র : অলিম্পিক মঞ্চে বান্ধবীকে বিয়ের প্রস্তাব! (বাংলাদেশ প্রতিদিন)