হাইব্রিড-৪ (নেতা)
আবুল মনসুর খান
জনতার দুয়ারে ঘুরেছে যে অনাহারে
তার ভাগ্যে জোটে না ক্ষমতা সমহারে
দলের ডাকে তেড়ে আসে যে অবেলায়
হাইব্রিড নেতার কাছে তারা অবহেলায়।
তার ভাগ্যে জোটে না ক্ষমতা সমহারে
দলের ডাকে তেড়ে আসে যে অবেলায়
হাইব্রিড নেতার কাছে তারা অবহেলায়।
ক্ষমতার চারপাশে হাইব্রিড নেতারা
ব্যবসায়ী মনোভাবে যেন লাইনে ক্রেতারা
রাজনীতি বাজার নীতি ভাবছেতো এক হাইব্রিড
নেতার পিছে রয়েছে যে ট্কে।
ব্যবসায়ী মনোভাবে যেন লাইনে ক্রেতারা
রাজনীতি বাজার নীতি ভাবছেতো এক হাইব্রিড
নেতার পিছে রয়েছে যে ট্কে।
হাইব্রিডের ভীড়ে আসল যায় ফিরে ফিরে
অলীকের দল ক্ষমতাকে খায় ছিড়ে ছিড়ে
যাদের পুঁজি জ্ঞান গরিমা সততার বড়াই
তারা কি পারবে হাইব্রিডের সাথে লড়াই?
অলীকের দল ক্ষমতাকে খায় ছিড়ে ছিড়ে
যাদের পুঁজি জ্ঞান গরিমা সততার বড়াই
তারা কি পারবে হাইব্রিডের সাথে লড়াই?