বিশেষ প্রতিনিধি ।।
নিকলীতে স্কুলছাত্র শামীম মিয়ার (১৬) মোটরবাইক চাপায় অহিদা বানু (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মোটর বাইকসহ চালক শামীম মিয়াকে আটক করেছে।
শামীম মিয়া পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি গ্রামের আবু কালামের ছেলে এবং স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানা যায়।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, শামীম মিয়া একটি মোটরবাইক নিয়ে সোমবার ১৫ আগস্ট বিকালে হাওর পর্যটনখ্যাত নিকলীতে বেড়াতে আসে। সন্ধ্যা ৭টায় ফিরে যাবার সময় নিকলী উপজেলা সদরের বেরীবাধের পাঁচরুখী পয়েন্টে অহিদা বানু (৫৫) রাস্তা পারাপারের সময় বাইক চাপা পড়েন।
গুরুতর আহত অবস্থায় অহিদা বানুকে প্রথমে নিকলী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। নিহত অহিদা বানু ৪ সন্তানের জননী এবং স্থানীয় বিল্লাল মিয়ার স্ত্রী।