উপজেলা আন্তঃস্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শুরু

inter school sports

নিজস্ব প্রতিবেদক ।।

উপজেলা আন্তঃস্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা নিকলী ফুটবল খেলার মাঠে শুরু হয়েছে।

১৬ই আগস্ট মঙ্গলবার বিকালে ফুটবল খেলা দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। এ দিনের খেলায় মুখোমুখি হয় টেঙ্গুরিয়া মাদ্রাসা বনাম ডুবি দাখিল মাদ্রাসা, সিংপুর হাজী আফিল উদ্দিন নিম্ম মাধ্যমিক স্কুল বনাম এ বি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়।

পর্যায়ক্রমে সাঁতার, কাবাডি, দাড়িয়াবান্দা, হ্যান্ডবলসহ বিভিন্ন ইভেন্টে ছাত্রছাত্রীরা আগামী ২২ তারিখ পর্যন্ত খেলবে।

এই প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

Similar Posts

error: Content is protected !!