নিজস্ব প্রতিবেদক ।।
উপজেলা আন্তঃস্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা নিকলী ফুটবল খেলার মাঠে শুরু হয়েছে।
১৬ই আগস্ট মঙ্গলবার বিকালে ফুটবল খেলা দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। এ দিনের খেলায় মুখোমুখি হয় টেঙ্গুরিয়া মাদ্রাসা বনাম ডুবি দাখিল মাদ্রাসা, সিংপুর হাজী আফিল উদ্দিন নিম্ম মাধ্যমিক স্কুল বনাম এ বি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়।
পর্যায়ক্রমে সাঁতার, কাবাডি, দাড়িয়াবান্দা, হ্যান্ডবলসহ বিভিন্ন ইভেন্টে ছাত্রছাত্রীরা আগামী ২২ তারিখ পর্যন্ত খেলবে।
এই প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।