নিজস্ব প্রতিবেদক ।।
গুণধর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুস সাকিব নুরু সিকদার। দায়িত্ব পেলেন মাত্র কয়েকদিন হল। তারপর থেকেই প্রতি শুক্রবারে দোয়া চাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছেন ইউনিয়ন পরিষদের প্রতিটি মসজিদে।
এরই ধারাবাহিকতায় ১৯ আগস্ট শুক্রবার তিনি আসেন মোকামবাড়ী জামে মসজিদে। ইমামের বয়ান শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এলাকার লোকদেরকে জঙ্গীবাদ ও সন্ত্রাস থেকে দূরে থাকার আহ্বান জানান এবং তিনি ইউনিয়ন পরিষদের যে কোন কাজে সরকারি ফি ছাড়া যাতে কাউকে কোন ঘুষ প্রদান না করেন এবং যে কোন সমস্যায় যাতে তার সাথে যোগাযোগ করা হয় তার জন্য পরামর্শ দেন।
এ সময় তিনি মোকামবাড়ী জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করে।
সবশেষে তিনি বলেন, যাতে সারাজীবন ইউনিয়নবাসীর সেবা করে যেতে পারেন তার জন্য সকলের কাছে দোয়া চাই।