সারিয়াকান্দিতে আজিজ মন্টু ফাউন্ডেশনের নিজস্ব ভবন উদ্বোধন

bogra sariakandi

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বুধবার ১৭ আগস্ট বিকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া বাজারে মন্টু ফাউন্ডেশনের নিজস্ব ভবন উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম ইবনে আজিজ মন্টুর ছেলে দিনাজপুর জেলা পুলিশ সুপার শিক্ষানুরাগী হামিদুল আলম মিলন।

অত্র ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিয়ার রহমান মতিনের সভাপতিত্বে, কাজী মাওলানা মোঃ জহুরুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। তাজুরপাড়া গ্রামের বড়বাড়ির কৃতিসন্তান পুলিশ সুপার হামিদুল আলম তার বক্তব্যে বলেন, মন্টু ফাউন্ডেশন অত্র এলাকার গরীব দুঃখি অসহায় মানুষের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে অত্র এলাকার গরীব দুঃখি অসহায় নারী পুরুষ ইতিমধ্যেই সুফল পেতে শুরু করেছেন। সামনের দিনগুলোতে আরো উপকৃত হবেন এবং এই ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবেন বলে আমার বিশ্বাস।
bogra sariakandi
মন্টু ফাউন্ডেশনের দিকে আপনারা সবাই নেক নজর রাখবেন বলে আমি আশা করি। আমিও আপনাদের পাশে সুখে দুঃখে থাকবো ইনশাআল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আছালত জামান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফিরোজ আলম মুন্সী, দুর্গাদহ দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার রুহুল আমিন বাবলু, অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলি আজগর, মন্টু ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক শাহিন রেজা প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিধি গরিব-দুঃখিদের মাঝে ২০টি ছাগল, মেধাবি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে কয়েকশ ফলদ বৃক্ষ তুলে দেন। অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি এসপি হামিদুল আলম তার নিজস্ব তহবিল থেকে নির্মিত মুক্তিযোদ্ধাদের জন্য একটি অফিস ভবন নির্মাণ করেন এবং ফিতা কেটে উদ্বোধন করেন।

Similar Posts

error: Content is protected !!