নিজস্ব প্রতিবেদক ।।
নিকলীর একজন মুজিবপ্রেমিক অহেদ আলী মেম্বার মৃত্যু বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আমৃত্যু ভালবেসে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মুজিববাহিনীতে যোগ দিয়েছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর করুণ বিভীষিকাময় সময়ে ও বঙ্গবন্ধু ও আওয়ামীলীগকে তিনি ভুলেননি।
আগস্ট মাস এলে তিনি শোকসভার আবেগী প্রচারণা চালাতেন নিজ উদ্যোগে। কখনো মাইক নিয়ে নৌকা চরে। কখনো পায়ে হেঁটে। মুজিব বাহিনীর সদস্য হিসেবে মুক্তিযোদ্ধার সনদ পাওয়ার জন্য অনেক চেষ্টা তদবিরও করেছেন।
অফিসিয়ালি এটি তদন্তধীন রয়েছে বলে গত ১ সপ্তাহ আগে এই প্রতিবেদককে তিনি জানিয়েছিলেন।
অহেদ আলীর গ্রামের বাড়ি সিংপুর বড়হাটিতে। এক সময় তিনি ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। একটু আবেগী ও সহজ সরল ব্যক্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন।