বাজিতপুরে নবজাতকের মৃত লাশ উদ্ধার

lash uddar shishu

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের মৃত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ১৯ আগস্ট শুক্রবার সকালে উপজেলার সরারচর ইউনিয়নের সরারচর রেলওয়ে স্টেশনের কাছ থেকে আনুমানিক ৪-৫ মাস বয়সী অজ্ঞাত এ শিশুটির মৃত লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রের ভিত্তিতে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে কয়েকজন এলাকাবাসী চলাফেরার সময় আনুমানিক ৪-৫ মাস বয়সী এক নবজাতক শিশুর লাশ দেখতে পায়। পরে সরারচর রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টারকে বিষয়টি অবহিত করলে তিনি কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশকে অবগত করেন।

পরে পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করেন। স্থানীয়রা চলন্ত ট্রেন থেকে রাতে বাচ্চাটিকে ফেলে দেয়া হয়েছে বলে আশঙ্কা করছেন।

Similar Posts

error: Content is protected !!