“বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় সর্বনিম্ন করা হবে”

আমাদের নিকলী ডেস্ক ।।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় সর্র্বনিম্ন করা হবে এবং তার জন্য মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা করছে। বাসস

১৭ আগস্ট বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্প্রতি জর্ডান ও লেবানন সফর সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী গত ৫ থেকে ১৪ আগস্ট পর্যন্ত এক সরকারি সফরে জর্ডান ও লেবানন সফর করেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, জর্ডান ও লেবানন সফরে আশাব্যাঞ্জক সাফল্য এসেছে। তিনি বলেন, ৮ আগস্ট জর্ডানের শ্রমমন্ত্রী আলী আল গাজায়ী’র এর নেতৃত্বে জর্ডানের প্রতিনিধিদলের সাথে আমার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশি গৃহকর্মীদের সঠিক প্রশিক্ষণ, ত্রুটিমুক্ত মেডিক্যাল চেকআপ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব্য, কর্মস্থলের পরিবেশ গৃহকর্মীদের সুরক্ষা, দক্ষ কর্মী তৈরিতে সাম্প্রতিককালে গৃহীত পদক্ষেপ, জর্ডানে পুরুষ কর্মী গমনের সুযোগ সৃষ্টি এবং সকল খাতে (বিশেষ করে কৃষি ও নির্মাণ খাতে) বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্তকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

নুরুল ইসলাস বিএসসি বলেন, ১১ আগস্ট শ্রমমন্ত্রী সিজান আজ্জির নেতৃত্বে লেবাননের প্রতিনিধিদলের সাথে তার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং ১২ আগস্ট সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নুহাদ মাশনুকের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

তিনি জানান, বৈঠকে লেবাননের শ্রমমন্ত্রী বলেন, বাংলাদেশি কর্মীরা এখানে দক্ষতার সাথে কাজ করছে, লেবাননের জনগণ বাংলাদেশি কর্মীদের পছন্দ করে, কেননা বাংলাদেশি কর্মীরা অনেক আন্তরিক।

প্রবাসী কল্যাণ মন্ত্রী জনান, বৈঠকে বাংলাদেশের পক্ষ হতে বাংলাদেশি নারী ও পুরুষ শ্রমিকদের বেতন বৃদ্ধি, সুষ্ঠ কাজের পরিবেশ নিশ্চিত করণ, সকল খাতে (বিশেষ করে নির্মাণ খাতসহ চিকিৎসক, নার্স, প্রকৌশলী) বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্তকরণ, বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধি, আবাসন সমস্যা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

তিনি আরো জানান, লেবাননের শ্রমমন্ত্রী বলেন, লেবাননে কর্মরত বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে সে দেশের বিদ্যমান শ্রম আইন অনুযায়ী সর্বনিম্ন মজুরীর বিধান প্রযোজ্য হবে এবং নতুন বেতন উভয় দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর-পরই কার্যকর হবে। নতুন সর্বনিম্ন মজুরী কার্যকর করা হলে পুরুষ কর্মীরা ৪শ’ মার্কিন ডলার এবং নারী কর্মীরা ২৫০ মার্কিন ডলার পাবেন।

১২ আগস্ট লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রী নুহাদ মাশনুক এর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলের সাথে বৈঠকে মিলিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রী নুহাদ মাশনুককে তিনি অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের বিনা জরিমানায় দেশে প্রত্যাবর্তনের সুযোগ প্রদান, অনিয়মিত কর্মীদের সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে নিয়মিতকরণসহ তাদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন, আটককৃত বাংলাদেশিদের বিষয়ে হালনাগাদ তথ্য প্রদান ইত্যাদি বিষয়ে উদ্ভুত সমস্যার দ্রুত সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন।

তিনি আরো জানান, লেবাননের স্বরাষ্ট্র মন্ত্রী অবৈধভাবে অবস্থানকারীদের বিষয়ে সে দেশে প্রচলিত আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং বিনা ভিসায় অবস্থানকারী মহিলা কর্মীদের জরিমানা পরিশোধ ব্যতীত দেশে প্রত্যাবর্তনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানেরও আশ্বাস প্রদান করেন।

প্রেস ব্রিফিং-এ মন্ত্রী বলেন, দেশ দুইটি মাঠ পর্যায়ে পরিদর্শন করে এবং বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনায় স্পষ্ট হয়েছে যে, জর্ডান এবং লেবাননে বাংলাদেশি কর্মীরা তুলনামূলকভাবে ভালো আছেন। জর্ডান এবং লেবাননের সরকারদ্বয় বাংলাদেশ থেকে আরো অধিক কর্মী নেয়া, কর্মরত কর্মীদের সুযোগ-সুবিধা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করার আশ্বাস দেন।

বর্তমানে বর্তমানে জর্ডানে প্রায় ১ লক্ষ ২৫ হাজার এবং লেবাননে প্রায় ১ লাখ ৪২ হাজারের অধিক কর্মী বিভিন্ন পেশায় কর্মরত রয়েছে। জর্ডান ও লেবানন সফরে মন্ত্রীর সফরসঙ্গী ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার, অতিরিক্ত সচিব মোঃ আজাহারুল হক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক সেলিম রেজা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি, মন্ত্রীর একান্ত সচিব মুঃ মুহসিন চৌধুরী এবং সিনিয়র সহকারি সচিব শোভা শাহনাজ।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার, দপ্তরসমূহের প্রধান, মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!