সহরমূল-কারপাশা খালে বাঁশের সাঁকোতে ঝুঁকিপূর্ণ পারাপার

sohormul karpasha setu

মো: নাবিল, সংবাদদাতা (কারপাশা ইউনিয়ন) ।।

রেলিংবিহীন দীর্ঘদিন চলছিলো সহরমূল-কারপাশা সংযোগ সেতুটি। ১৮ জুলাই হঠাৎ এই সেতুটি ধসে পড়ে।

sohormul karpasha setu

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সহরমূল গ্রাম। দ্রুততার সাথে সেতুর ভাঙা অংশে স্থানীয় উদ্যোগে বাঁশ দিয়ে আপাত মেরামত করা হয়।

এ অবস্থায় বাঁশের সাঁকোতে স্থানীয় লোকজন বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রীরা ঝুঁকি নিয়ে পারাপার করছে।

sohormul karpasha setu

কোনো দুর্ঘটনা ঘটার আগেই এই সেতুটি পুনঃনির্মাণের জন্য দায়িত্বশীলদের প্রতি এলাকাবাসী দাবি জানিয়েছেন।

Similar Posts

error: Content is protected !!