মো: নাবিল, সংবাদদাতা (কারপাশা ইউনিয়ন) ।।
রেলিংবিহীন দীর্ঘদিন চলছিলো সহরমূল-কারপাশা সংযোগ সেতুটি। ১৮ জুলাই হঠাৎ এই সেতুটি ধসে পড়ে।
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সহরমূল গ্রাম। দ্রুততার সাথে সেতুর ভাঙা অংশে স্থানীয় উদ্যোগে বাঁশ দিয়ে আপাত মেরামত করা হয়।
এ অবস্থায় বাঁশের সাঁকোতে স্থানীয় লোকজন বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রীরা ঝুঁকি নিয়ে পারাপার করছে।
কোনো দুর্ঘটনা ঘটার আগেই এই সেতুটি পুনঃনির্মাণের জন্য দায়িত্বশীলদের প্রতি এলাকাবাসী দাবি জানিয়েছেন।