বাজিতপুরে সৌর ল্যাম্পপোস্ট স্থাপন

bajitpur solar lamp post

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুত প্রকল্পের আওতায় জনবহুল রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সৌর ল্যাম্পপোস্ট স্থাপন কাজ প্রায় শেষ পর্যায়ে।

ইডকলের সহযোগী প্রতিষ্ঠান পান্না রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিআরডিএফ) এর বাস্তবায়নে ও কিশোরগঞ্জ-০৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেনের তত্ত্বাবধানে উপজেলার পৌরশহরসহ প্রায় সকল ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টে সৌর ল্যাম্পপোস্ট স্থাপন করা হচ্ছে।
bajitpur solar lamp post
সৌর ল্যাম্পপোস্টটিতে দিনেরবেলায় সূর্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। অন্ধকার হওয়ার সাথে সাথে বাতিটি স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে। রাতের আঁধার কেটে গিয়ে সূর্য ওঠার সাথে সাথে যথারীতি বাতিটি বন্ধ হয়ে যাবে। সূর্যের আলো থেকে চার্জ হওয়া, চালু এবং বন্ধ হওয়ার পুরোটি স্বয়ংক্রিয় পদ্ধতি হবে বলে জানান ল্যাম্পপোস্ট স্থাপন করতে আসা ইলেকট্রিশিয়ানরা।

এদিকে উপজেলার সাধারণ মানুষরা জানান, প্রতিটি রাস্তাঘাটের গুরুত্বপূর্ণ স্থানে সৌর ল্যাম্পপোস্ট স্থাপন করায় আমাদের অনেক সুবিধা হবে। বিদ্যুত না থাকলেও গুরুত্বপূর্ণ জায়গা ও রাস্তার মোড় আলোকিত থাকবে। এতে জনসাধারণের রাতের বেলায় যাতায়াতের অনেক পরিবর্তন ঘটবে।

Similar Posts

error: Content is protected !!