নিজস্ব প্রতিবেদক ।।
জলাতঙ্ক নির্মূলে নিকলীতে ভ্যাকসিন দেয়া হচ্ছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা-কর্মচারির একটি টিম ২২ আগস্ট থেকে নিকলী সদর ইউনিয়নে প্রাথমিকভাবে এ কাজ শুরু করেছেন।
অফিস সূত্র জানায়, প্রতিদিন ৩০ থেকে ৪০টি কুকুরকে ভ্যাকসিন দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার ৭টি ইউনিয়নেই দেয়া হবে।
উপজেলা ভ্যাটেরিনারি সহকারী মাহবুবুল হক বলেন, ভ্যাকসিন দেয়া কুকুর কামড়ালে জলাতঙ্ক হবে না। ৩ বছর পর্যন্ত ভ্যাকসিনের কার্যক্ষমতা থাকে। তিনি আরো বলেন, ভ্যাকসিন দেয়া কুকুর শনাক্ত করতে দেহে লাল রং প্রয়োগ করা হয়েছে। যে কেউ তা চিনতে পারবেন।