বাজিতপুরে শিবনাথকে হারিয়ে চ্যাম্পিয়ন আফতাব স্কুল অ্যান্ড কলেজ

champion aftab school

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ৪৫তম আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা ২০১৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৪ আগস্ট বুধবার উপজেলার ঐতিহাসিক ডাকবাংলো মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ঐতিহ্যবাহী সরারচর শিবনাথ বহুমুখি উচ্চ বিদ্যালয় একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বনামধন্য বিদ্যাপীঠ পৌর শহরের আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ একাদশ।

খেলায় আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের হয়ে প্রথমার্ধে একমাত্র গোলটি করে অর্ণব। এর সাথে উপজেলা পর্যায়ের ফাইনালে সরারচর শিবনাথ বহুমুখি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ৪৫তম জাতীয় আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় জেলা পর্যায়ে উপজেলার একমাত্র দল হিসেবে প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ।

champion aftab school

উপজেলা পর্যায়ের এ ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.জেড.এম শারজিল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইসমাঈল, বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলাটি উপভোগ করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ ফুটবল একাদশের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Similar Posts

error: Content is protected !!