প্রাথমিক উপবৃত্তি প্রদানে মোবাইল ব্যাংকিং চালু হচ্ছে

mobile banking

আমাদের নিকলী ডেস্ক ।।

সারাদেশে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য মোবাইল ব্যাংকিং চালু হতে যাচ্ছে। বাসস

প্রাথমিক উপবৃত্তি প্রদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বুধবার ২৪ আগস্ট রূপালী ব্যাংক এবং টেলিটক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আজ এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সমঝোতা স্মারক অনুযায়ী সরকার রূপালী ব্যাংক শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সারাদেশে মায়েদের কাছে উপবৃত্তির টাকা পৌঁছে দেবে এবং টেলিটক মায়েদেরকে বিনামূল্যে মোবাইল সিম প্রদান করবে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোঃ হুমায়ুন খালিদ, রূপালী ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দীন আহমেদ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
mobile banking
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান সহ দুই মন্ত্রণালয়, টেলিটক, এবং রূপালী ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

মোস্তাফিজুর রহমান বলেন, “মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে উপবৃত্তি বিতরণ সরকারের সবচেয়ে বড় পেমেন্ট ডিজিটাইজেশন উদ্যোগ। এর মাধ্যমে সরকার উপবৃত্তির টাকা সরাসরি মায়েদের মোবাইল ব্যাংকিং একাউন্টে পাঠিয়ে দিচ্ছে। এতে উপবৃত্তি ব্যবস্থাপনা আরো সহজ ও দক্ষ হবে, এবং মায়েদের ভোগান্তি কমবে।”

তারানা হালিম বলেন, “আমাদের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্যে, মায়েদের ভূমিকা হবে সবচেয়ে বড়। এজন্যে আমরা উদ্যোগ নিয়েছি টেলিটক সব মায়েদের হাতে মোবাইল ফোন সংযোগ পৌঁছে দেবে। রূপালী ব্যাংক তাদের ব্যাংক একাউন্ট খুলে দেবে এবং সরকার সরাসরি তাদের একাউন্টে উপবৃত্তির টাকা পৌঁছে দিবে।”

সচিব মোঃ হুমায়ুন খালিদ বলেন, “এই কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি হচ্ছে, যা মন্ত্রণালয়ের পরিকল্পনা ও কার্যক্রম ডিজিটাইজেশনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দীন আহমেদ বলেন, “দেশের সকল মায়েদের হাতে মোবাইল এবং উপবৃত্তির টাকা পৌঁছে দেয়ার জন্য টেলিটক ‘মায়ের হাসি’ নামে নতুন সেবা চালু করছে। আমরা আগ্রহী মায়ের কাছে বিনামূল্যে সিম বিতরণ করবো এবং প্রতি মাসে ১৫ টাকা ফ্রি টক-টাইম প্রদান করবো।”

রূপালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক চক্রবর্ত্তী বলেন, “আমরা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চাই এবং সমস্ত পেমেন্ট ডিজিটাইজেশন কার্যক্রমে সরকারের পাশে থাকতে চাই।”

রূপালী ব্যাংক শিওরক্যাশ একটি পূর্ণাঙ্গ মোবাইল ব্যাংকিং এবং পেমেন্ট সেবা, যার মাধ্যমে গ্রাহকরা সারাদেশে টাকা পাঠানো, বিল দেয়া, মোবাইল রিচার্জ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন দেয়ার সুযোগ পাবেন, এবং ৫০ হাজার এর অধিক রিটেইল এজেন্টের সহায়তায় মোবাইল ব্যাংক একাউন্ট খুলতে বা টাকা জমা করতে ও তুলতে পারবেন।

Similar Posts

error: Content is protected !!