বাজিতপুরের উদীয়মান খেলোয়াড় উজ্জ্বল আহম্মেদ মেসি

ujjal ahmed messi

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ক্লাবভিত্তিক ক্রিকেটের এক উদীয়মান অলরাউন্ডার ক্রিকেটারের নাম উজ্জ্বল আহম্মেদ মেসি। উজ্জ্বল উপজেলার পিরিজপুর ইউনিয়নের মিরাকান্দী গ্রামের ফালু ভূঁইয়ার ছেলে।

শিক্ষাজীবনে খেলাধুলার পাশাপাশি পড়ালেখায়ও মেধাবী ছাত্র ছিল উজ্জ্বল। ছাত্রজীবনে প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা শেষ হওয়ার পর মাধ্যমিকে ভর্তি হয় ডুয়াইগাঁও উচ্চ বিদ্যালয়ে।

পিতা অসুস্থ হওয়ার পর পারিবারিক দায়িত্ব আর আর্থিক অসচ্ছলতার কারণে ৯ম শ্রেনীতেই থেমে যায় উজ্জ্বলের পড়ালেখা। আর্থিকভাবে পরিবারের দায়িত্ব পালনের জন্য পড়ালেখা ছেড়ে তাকে ছুটে যেতে হয় ঢাকায়। বাবা সুস্থ হয়ে ওঠার পর বাড়িতে ফিরে আসা উজ্জ্বলের।

আগে থেকেই ক্রিকেট খেলার সাথে নিবিড়ভাবে জড়িয়ে থাকলেও বাড়িতে আসার পর সে অতীতের চেয়ে আরও ভাল পারফর্মমেন্স করতে থাকে। ঢাকা যাওয়ার আগে মিরাকান্দী গ্রাম একাদশে হয়ে খেললেও নিয়মিত ভাল পারফরমেন্স করার কারণে বন্ধুদের সহযোগিতায় ২০১০ সাল থেকে মিরাকান্দী স্পোর্টিং ক্লাব ও উড়ন্ত পায়রা বয়েজ ক্লাবের হয়ে সে খেলতে শুরু করে।

ক্লাবের পরিসংখ্যান অনুযায়ী সেরা খেলোয়াড় হিসেবে ভাল পারফরমেন্সের জন্য ক্লাব কর্তৃপক্ষ ৫বার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত করেন। শহীদ আফ্রিদি ভক্ত উজ্জ্বল বল হাতে দারুণ। পাশাপাশি ক্লাবের হয়েও দারুণ সফল। এককথায় একজন ভাল অলরাউন্ডার হিসেবে যতগুলো গুণ থাকার প্রয়োজন তারই উদাহরণ উজ্জ্বল আহম্মেদ মেসি।

ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে উজ্জ্বলের নাম, কুড়িয়েছেন অনেক ট্রফি।

ujjal ahmed messi

ক্লাবের হয়ে উজ্জ্বল আহম্মেদ মেসির পরিসংখ্যান-
সর্বোচ্চ রান : ১৪৫
সেঞ্চুরী : ৫টি
ফিফটি : ৬৫টি
সর্বোচ্চ উইকেট : ৬টি
(১ ইনিংস)

হ্যাট্রিক : ২টি
ম্যান অফ দ্য সিরিজ : ৭বার
ম্যান অফ দ্য ম্যাচ : ৯বার

সাক্ষাতকারে উজ্জ্বল আহম্মেদ মেসি জানান, শুধু উপজেলার ভিতরের লীগগুলোতে নয়, আমি বাহিরেও খেলতে চাই। আমার ইচ্ছা আমি জেলা ও জাতীয় পর্যায়ের বড় বড় লীগগুলোতে খেলব। স্বপ্নপূরণে বাজিতপুরের এ উদীয়মান ক্রিকেটার সকলের দো’আ ও সুদৃষ্টি কামনা করেন।

Similar Posts

error: Content is protected !!