ক্লাস ফাঁকি দিয়ে কোচিং ব্যবসা!

coaching center

নিজস্ব প্রতিবেদক ।।

শুরু হতে যাচ্ছে জেএসসি/জেডিসি পরীক্ষা। এ সুযোগে বিভিন্ন স্কুলে শুরু হয়েছে কোচিং-কোচিং খেলা। অতিরিক্ত আয়-উপার্জনের (!) আশায় কোনো কোনো স্কুলে এমন বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করে থাকেন শিক্ষকরা।

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার উরদিঘী উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে কোচিং ব্যবসা। কোনো কোনো স্যার-ম্যাডাম স্বাভাবিক নিয়মে চলা ক্লাস ফাঁকি দিয়ে বাড়তি আয়ের লক্ষ্যে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জোর করে কোচিং পড়তে বাধ্য করছেন। তারা এমনও বলছেন, স্কুলে কোচিং না পড়লে পরীক্ষার প্রবেশপত্র দেয়া হবে না।

দোষ এড়াতে কোচিংকে কায়দা করে “বিশেষ পাঠ” নাম দিয়েও চালিয়ে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষা কার্যক্রমের এমন অনৈতিক কর্মকাণ্ড রোধকল্পে যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।

Similar Posts

error: Content is protected !!