বাজিতপুরে কারখানায় অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

fire

মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৯ আগস্ট সোমবার সকালে উপজেলার পৌরশহরের ভাগলপুরে ইকরা নামের একটি জুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে লক্ষাধিক টাকার কাঁচামাল পুড়ে যায়।

স্থানীয় কারখানার কর্মকর্তাদের বরাতে জানা যায়, সোমবার সকালের দিকে কারখানার গুদাম ঘরে আগুনের সূত্রপাত হয়। গুদাম ঘরে কোন ইলেক্ট্রিক সংযোগ না থাকায় কে বা কারা এবং কোথা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে কারখানার গুদাম ঘরে সংগৃহিত করে রাখা রিজার্ভ কাঁচামালসহ গুদামের অনেকাংশ পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়া পর কারখানার অফিস থেকে বাজিতপুর ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

Similar Posts

error: Content is protected !!