মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় টমটম চাপায় এক স্কুলপড়ুয়া ছাত্র নিহত হয়েছে।
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পিরিজপুর ইউনিয়নের কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রতন মিয়ার ছেলে নিহত রাহাত (১২) উপজেলার পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। এদিকে রাহাতের মৃত্যুর খবর পেয়ে পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টমটম চালকের বিচার ও স্পিডব্রেকার নির্মাণের দাবিতে প্রায় ঘণ্টাব্যাপী কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে অবরোধ করে রাখে।
এ সময় মহাসড়কে বিশাল যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে দেয়া আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পথে রাহাত স্কুলের সামনের রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি টমটম তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।