মহাস্থানে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেল নাঈম

naim bogra

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়া মহাস্থানগড়ে সুকৌশলে অপহরণকারীদের হাত থেকে প্রাণে বেঁচে গেল রংপুর জেলা পাগলা পীর উপজেলার ৯ম শ্রেণির ছাত্র নাইম (১৫)।

ঘটনার বিবরণে জানা যায়, রংপুর জেলার পাগলাপীর উপজেলা ৯ম শ্রেণির ছাত্র জান্নাতুল নাঈম। কিসামত হরকলি গ্রামের আবুল কালাম আজাদ কুটুর ছেলে। সে গত বুধবার সকাল ১১টায় তার নিজ বাড়ি থেকে স্থানীয় বাজারে ডাক্তারের কাছে যাওয়ার পথে অপরিচিত ৫ যুবক ১টি কালো রংয়ের মাইক্রোবাসে তুলে নিয়ে অচেতন করে বগুড়া মহাস্থানগড় এলাকায় নিয়ে আসে। সন্ধ্যায় নাঈম চেতন ফিরলে তার দু’হাত ও দু’চোখ বাধা বুঝতে পারে।
naim bogra
নিজ বুদ্ধিমত্তায় সুকৌশলে অপহরণকারীর হাতে কামড় দিয়ে পালিয়ে এসে গড়মহাস্থান বাগানবাড়ী নামক স্থানে স্থানীয় লোকজনকে জানান আমাকে বাঁচান।

লোকজন ঘটনার বিস্তারিত শোনার পর স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিনের মাধ্যমে তার পরিবারের কাছে খবর দেয়। ওই রাতেই নাঈমের অভিভাবক ঘটনাস্থলে পৌছে  ইউপি সদস্য আলাউদ্দিন, স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসির সহযোগিতায় জান্নাতুল নাঈমকে তার পরিবারের জিম্মায় দিয়ে দেয়।

কি কারণে তাকে অপহরণ করা হয়েছিল তার পরিবার জানাতে পারেনি। ঘটনার সাথে জড়িত অপহরণকারীরা পালিয়ে যায়। নাঈমের পরিবার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানায় এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে।

Similar Posts

error: Content is protected !!