একলাবতীর জন্য…

walk alone

একলাবতীর জন্য…
সারোয়ার আলম
walk alone
একলাবতী একলা আছ, একলা থাকাই ভালো
একলা জীবন সাদা’র মধ্যে আধার নিকশ কালো
রঙের মধ্যে ভেজাল থাকে প্রতি কণায় কণায়
একলা জীবন সাদা কালো সুখ যে কানায় কানায়।

একলা মানে এক ঘরে নয়, শিকল পরা পায়
একলা মানেই মুক্ত মানুষ পূর্ণ স্বাধীনতায়
একলা মানেই একা তো নয় একলা মানে অন্য
সবার মাঝেও এক হওয়া যায় একাত্মতার জন্য।

একলা জীবন একলা চলা আপন মনে কথা বলা
একলা আমি আছি তো বেশ সবখানে আর সারাবেলা
আমার শুধু দিন কাটে আর রাত কাটে একাত্মতার খোঁজে
এক হয়ে তাই খুঁজে ফিরি মনের ভাজে ভাজে।

মনের মধ্যে কী যে আছে পাইনি খুঁজে তাও
মনের খোঁজেই সব হারালাম, শেষে জীবনটাও
একলা আছি, একলা আছো, একলাতে সব সুখ
একলা মানুষ আঁধার দেখে রঙিন করে মুখ।

রঙিন আলোর প্লাবন, ঢলে জগত অন্ধকার
অন্ধকারেই হাতরে ফিরি আমি কে আমার
আমার মাঝে আছে যে জন আমার অন্তরালে
তার সাথে তো দেখা হবে আড়ালে, আবডালে।

সে কোন জনা, কোথায় থাকে কোথায় পাব তারে
যার লাগি আজ পথ হারালাম একলা অন্ধকারে
একলাবতী একলা থেকো একান্তই একার
দুয়ে মিলে এক হলেই বা কিসের অভিসার।

৩১ আগস্ট, ২০১৬
গাজীপুর

Similar Posts

error: Content is protected !!