আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নদীবেষ্টিত বিভিন্ন হাওরের ঘোড়াউত্রা, মেঘনা, কালী নদী, তীরবর্তী বিভিন্ন বাতান থেকে গত ১০ বছরে অন্তত ৩০০ গরু নৌ-পথে ট্রলার ও স্টিলবডি নৌকা দিয়ে চোরের দল গরুগুলো চুরি করে নিয়ে গেছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ২ সেপ্টেম্বর বিকালে পাটুলী গ্রামের বর্তমান মেম্বার আলমগীর, শাহজাহান মিয়া, জিয়াউর রহমান, আবেদ আলী, জুহাদুল ইসলাম, আমির হোসেন, শাহিনুর মিয়া, সাবেদ আলী, মোঃ কাশেম মিয়া, হেলাল মিয়ার সাথে কথা হলে তারা জানান, ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত অন্তত তাদের ৩০০টি গরু চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা হবে বলে জানিয়েছেন।
বাজিতপুর থানার ওসি মকবুল হোসেন মোল্লা, এসআই গোলাম কিবরিয়াসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে ভৈরবের শিমুলকান্দি এলাকা থেকে পিকআপ ভ্যানে ভর্তি ৪টি বিদেশি গরুসহ চার চোরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন গরু চোর দলের সদস্য ভৈরবের শিমুলকান্দি এলাকার কাশেম মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০), বেলাবো থানার খামারচর গ্রামের সফর আলী প্রধানের ছেলে আশাদুজ্জামান (৩৮), রায়পুরা থানার চরকাইল গ্রামের কাবিল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২২) ও বেলাবো থানার দোয়ালকান্দি গ্রামের মোঃ সদু মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫)।
আটককৃত ফয়সাল মিয়া জানান, ভৈরবের শিমুলকান্দি গ্রামের সাবেক মেম্বার জাকির মিয়া, খোকন কসাই, হোসেন মিয়া ও আব্দুল আওয়াল এ গরু চোর চক্রের সাথে জড়িত আছে বলে স্বীকার করেন।
জানা যায় দিঘীরপাড় মিয়াবাড়ির শাহিন মিয়ার গোয়ালঘর থেকে গত বুধবার রাতে ছয়টি গরু কে বা কারা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে গত বৃহস্পতিবার রাতে শাহিন মিয়া অজ্ঞাতনামায় একটি গরু চুরির মামলা করেন।
সূত্র : হাওরের খবর এফবি ওয়াল