মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার মহাস্থানে ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে নগদ ১৬ হাজার টাকা, ২টি এনড্রয়েড মোবাইল ফোন ও বেশকিছু মূল্যবান জিনিসপত্র সহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা।
শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় মহাস্থান পশ্চিমপাড়া গ্রামে মোহন সুপার স্টোরে এই চুরির ঘটনা ঘটে। দোকানের স্বত্বাধিকারী সাংবাদিক মোঃ গোলাম রব্বানী শিপন জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাত ১০টায় তার পেশাগত কাজ ও ব্যবসার হিসাব নিকাশ শেষে দোকানের শাটার ও তালা ভাল ভাবে লাগিয়ে বাড়ি চলে যান।
এরপর ভোর রাতে ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে নামাজে যাওয়ার সময় দোকানের শাটার কাটা ও তালা পড়ে থাকতে দেখে তাকে খবর দেন।
এরপর গোলাম রব্বানী শিপন এসে দোকানে ঢুকে উল্লেখ্য পরিমাণ ক্ষতি দেখতে পান। ঘটনাস্থল পরিদর্শন করেন, শিবগঞ্জ উপজেলা রায়নগর ইউপি সদস্য তোফাজ্জল হোসেন (তোফা), সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, আলহাজ্ব আব্দুল জলিল, শিবগঞ্জ যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরু ও রায়নগর ইউনিয়ন জাতীয় পার্টির ৮নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম বাদল।
তারা এই চুরির ঘটনার নিন্দা জানিয়ে জড়িত চোরদের দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে প্রসাশনের প্রতি দাবি জানান।