নিজস্ব প্রতিবেদক ।।
আন্তঃস্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ময়মনসিংহ উপ-অঞ্চল পর্যায়ে সাঁতারে নিকলী জিসি পাইলট মডেল স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
ব্যক্তিগত পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার এ গৌরব অর্জন করেন স্কুলের কৃতি সাঁতারু সুজন মিয়া।
এ বছর স্কুল থেকে ১০জন কৃতি সাঁতারু অংশগ্রহণ করেন।
প্রধান শিক্ষক কারার আবদুর রশিদ বলেন, প্রতিবছরের মতো এ বছরও আমাদের স্কুলের কৃতি সাঁতারুরা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার আশা করছি।