নিকলীতে হেযবুত তাওহীদের জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে র‌্যালি, সমাবেশ

hejbut tauhid nikli

বিশেষ প্রতিনিধি ।।

৭ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩টায় নিকলীতে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে র‌্যালি ও সমাবেশ করেছে হেযবুত তাওহীদ।

স্কুল-কলেজের সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে র‌্যালিটি নিকলী জি.সি.পি. হাইস্কুল মাঠ থেকে শুরু করে নিকলীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

hejbut tauhid nikli

র‌্যালিটি একই স্কুলের মাঠে সমাবেশ স্থলের মঞ্চের কাছে এসে শেষ হয়। সংগঠনটির কিশোরগঞ্জ জেলার আমীর আ. রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নিকলী উপজেলা আওয়ামীলীগের সম্পাদক কারার সাইফুল ইসলাম।

এছাড়াও নিকলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসহাক ভূঁইয়া, সহসভাপতি হাজী মো. নূরুল আমীন, সদর ইউনিয়ন সভাপতি কফিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান আলোচক হিসেবে হেযবুত তাওহীদের কেন্দ্রীয় আমীর মশিউর রহমান তার বক্তৃতায় জঙ্গিবাদীদের ইসলাম মোহাম্মদী ইসলাম নয় বলে সকলকে এ বিষয়ে সচেতন থাকার আহবান জানান।

hejbut tauhid nikli

সংগঠনটির প্রতিষ্ঠাতা এমামুয্যামান মোহাম্মদ বায়েজীদ খান পন্নীই এ দেশে প্রকৃত মোহাম্মদী ইসলামের ধারক বলে উল্লেখ করেন।

Similar Posts

error: Content is protected !!