৯ হাজার ৮শ’ টাকার লোভে কিশোরগঞ্জে খুন!

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।

মাত্র ৯ হাজার ৮শ’ টাকার লোভে কিশোরগঞ্জের আবাসিক হোটেলে মুসলিম (২২) নামের হতদরিদ্র এক হকারকে খুন করা হয়েছে। মঙ্গলবার ৬ সেপ্টেম্বর সকালে শহরের পুরানথানা এলাকার চাঁদ গেস্টহাউজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক চার ব্যক্তির মধ্যে একজন বৃহম্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। জাবনবন্দিতে আটককৃত ব্যক্তি এ কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, সদর উপজেলার যশোদল ইউনিয়নের ব্রাহ্মণকান্দি গ্রামের ছায়েম উদ্দিনের ছেলে মো: মুসলিম মিয়া শহরের পুরানথানা এলাকার ‘চাঁদ গেস্টহাউজ’ নামে ৫০ টাকা ভাড়ার একটি হোটেলে বোর্ডার হিসেবে রাত্রিযাপন করেছিলেন। মঙ্গলবার সকালে তাকে গুরুতর আহত ও অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে অন্যরা উদ্ধার করে শহরের জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে বিকালে মারা যান। এ ঘটনায় নিহতের বড়ভাই বকুল মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় হোটেলের মালিক শাহজাহানের ছেলে সাদেক, হোটেলের বোর্ডার করিমগঞ্জের গুনধর এলাকার মাছ ব্যবসায়ী আছির উদ্দিন, সদর উপজেলার রশিদাবাদ দামুয়ারবাড়ি গ্রামের মোস্তফার ছেলে রিক্সাচালক সোহেল ও অপর এক রিক্সাচালক সোহাগকে পুলিশ আটক করে।

পুলিশ জানায় আটককৃতরা পুলিশের কাছে স্বীকার করে মঙ্গলবার সকালের দিকে ঘুমন্ত মুসলিমের পকেট থেকে ৯ হাজার ৮শ’ টাকা হাতিয়ে নেয়ার সময় মুসলিম টের পেয়ে যাওয়ায় ইট দিয়ে আঘাত করা হয়েছিল। বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউল আকবরের কাছে ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দিতেও আটককৃতদের মধ্যে সোহেল (১৯) এ ঘটনা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। জবানবন্দির পর আটক সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, যে ইট দিয়ে মুসলিমকে আঘাত করা হয়েছিল, সেই রক্তাক্ত ইটটি পরিষ্কার করে আলামত নষ্ট করার চেষ্টার জন্য একজন সুইপারকেও পুলিশ খুঁজছে বলে জানা গেছে।

Similar Posts

error: Content is protected !!