আমাদের নিকলী ডেস্ক ।।
অবশেষে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে এ শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলো। রাজধানী ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দর নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। ঢাকার বাইরে এ দাম হবে ৪০ টাকা। এ ছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ২০ এবং বকরি ১৫ টাকা নির্ধারিত হয়েছে। মহিষের লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা।
শুক্রবার ৯ সেপ্টেম্বর সকালে ঢাকাস্থ রয়েল বুফে রেস্টুরেন্টে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ), বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্ট অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) ও বিএইচএসএমএ সংবাদ সম্মেলন করে দর নির্ধারণের এ তথ্য জানায়।
চামড়ার দাম কম নির্ধারণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিএফএলএলএফই চেয়ারম্যান মহিউদ্দিন আহেমদ মাহিন বলেন, বর্তমানে আমরা এক সঙ্কটময় সময় পার করছি। সারা বিশ্বে চামড়ার দাম কম। এ ছাড়া হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি সরানোসহ বিভিন্ন সমস্যার কারণে ব্যবসায়ীরা অনেক চাপে আছেন।
বিটিএ সভাপতি শাহীন আহমেদ বলেন, আমরা অনেক সমস্যায় আছি। কিছু পরিবেশবাদী না বুঝে ট্যানারির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন। হাজারীবাগে ছোট-মাঝারি ট্যানারি বন্ধ হয়ে গেছে। বিশ্বের বড় বড় ক্রেতাকে নিয়ে আসতে পারছি না।
এবারের চামড়া কোথায় নিয়ে যাওয়া হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সাভার ও হাজারীবাগে কাঁচা চামড়া কিনবো। সাভারে ২০ থেকে ২৫টা শিল্প গড়ে উঠেছে সেখানেও চামড়া কেনা হবে। তিনি বলেন, ব্যাংক ঋণসহ কোরবানির আগে হাজারীবাগ থেকে সাভারে সব ট্যানারি সরানোর কারণে আমরা সমস্যায় আছি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কঠিন বাস্তবতায় এবার চামড়া কিনতে হবে। চামড়ার গুণগত মান নির্ভর করে সংরক্ষণে কিন্তু এবার লবণের দামও বাড়তি। এ বছর ঈদের সময় তাপমাত্রাও বেশি থাকবে। ফলে চামড়া সংগ্রহের ছয় ঘণ্টার মধ্যে লবণ দিতে হবে।
সূত্র : প্রতি বর্গফুট গরুর চামড়া ঢাকায় ৫০ বাইরে ৪০ (নয়া দিগন্ত)