নিজস্ব প্রতিবেদক ।।
ঈদুল আজহা উপলক্ষে ‘সম্প্রীতির বাঁধন অটুট’ রাখার প্রত্যয়ে খালিয়াজুড়িতে আয়োজন করা হয়েছিলো শিশুদের দৌড়, চকলেট দৌড় এবং প্রীতি ফুটবল ম্যাচ। কিংডম ও সানরাইজার্স-এর উদ্যোগে আয়োজিত আনন্দ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: শারমিন বেগম।
সকাল বেলা ছিলো শিশুদের দৌড় ও চকলেট দৌড়ের আয়োজন। শিশুদের কলরবে আয়োজনের প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে।
বিকালে ছিলো প্রীতি ফুটবল ম্যাচ। আনন্দমুখর পরিবেশে শত শত দর্শক উপভোগ করেন দুইদলের ফুটবল নৈপুণ্য। খেলা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথি উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শারমিন বেগম উপস্থিত থেকে সবার হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আমাদের নিকলী ডটকম-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আজমল আহছান, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আক্কেল আলী, কুতুবপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আজমান, কৃষ্ণপুর আলীমুদ্দিন-আরজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান, সমাজসেবক মো. মানিক মিয়া, মনফর আলী ও সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. হাসান আলী (সাবেক মেম্বার)।
সার্বিক সহযোগিতায় ছিলো বাবলু, নাঈম, কাইয়ুম, মেজবাহ, আদিব, জয়, খোকন, দীপু, হীরা মণি প্রমুখ।