নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী সদর ষাইটধার চামারঠুলা এলাকাবাসীর আয়োজনে ঈদুল আজহার পরের দিন আয়োজন হয়েছিলো এক প্রীতি ফুটবল ম্যাচ। এক পক্ষে ছিলেন স্থানীয় বিবাহিত ও অন্য পক্ষে ছিলেন অবিবাহিতরা।
চামারঠুলার নদীর পাড় ঘেঁষে খালি মাঠে অনুষ্ঠিত খেলায় অবিবাহিত দল ৩-২ গোলে জয়ী হয় বিবাহিতদের বিপক্ষে।
আনন্দমুখর খেলাটি উপভোগ করেন স্থানীয় প্রায় ৩শত দর্শক।
দুই দলের সমর্থকরা নিজেদের খেলোয়াড়দের আনন্দ-উল্লাসের সাথে সমর্থন যুগিয়েছেন। মাঠে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।