নিকলীতে প্রীতি ফুটবল ম্যাচে ৩-২ গোলে অবিবাহিতরা জয়ী

priti football nikli eid

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলী সদর ষাইটধার চামারঠুলা এলাকাবাসীর আয়োজনে ঈদুল আজহার পরের দিন আয়োজন হয়েছিলো এক প্রীতি ফুটবল ম্যাচ। এক পক্ষে ছিলেন স্থানীয় বিবাহিত ও অন্য পক্ষে ছিলেন অবিবাহিতরা।
priti football nikli eid
চামারঠুলার নদীর পাড় ঘেঁষে খালি মাঠে অনুষ্ঠিত খেলায় অবিবাহিত দল ৩-২ গোলে জয়ী হয় বিবাহিতদের বিপক্ষে।

আনন্দমুখর খেলাটি উপভোগ করেন স্থানীয় প্রায় ৩শত দর্শক।

দুই দলের সমর্থকরা নিজেদের খেলোয়াড়দের আনন্দ-উল্লাসের সাথে সমর্থন যুগিয়েছেন। মাঠে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Similar Posts

error: Content is protected !!