বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী ফুদুর আলী রিপন (৩৪) নিহত হয়েছে। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে পুলিশের সাথে তার গ্রুপের বন্দুকযুদ্ধে নিজ গ্রুপের গুলিতে সে নিহত হয়।
এর আগে ১৪ সেপ্টেম্বর বুধবার রাতে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন মোল্লার নেতৃত্বে থানার অন্যান্য পুলিশ সদস্য মিলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নরসিংদী থেকে শীর্ষ এ সন্ত্রাসীকে গ্রেফতার করে।
পরে তার গ্রুপের অন্য সদস্যদের গ্রেফতার করতে পুলিশ উপজেলার গাজিরচর ইউনিয়নে অভিযান চালায়। এসময় রিপনের গ্রুপের সাথে পুলিশের গুলি বিনিময়কালে এক পর্যায়ে সে তার গ্রুপের গুলিতে নিহত হয়।
নিহত বাজিতপুরের শীর্ষ সন্ত্রাসী ফুদুর আলী রিপনের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।