নিজস্ব প্রতিবেদক ।।
নিকলীতে ১২০ টাকা দরে দুধ বিক্রি হয়েছে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার। এ বছর এত বেশি আর কখনো দুধের দাম হয়নি।
হঠাৎ দুধের এমন ঊর্ধ্বগতির কারণ সম্পর্কে নিকলী নতুন বাজারের দুধ বিক্রেতা রতন মিয়া জানান, মূলত ঈদের পর অতিথি আপ্যায়ন আর বিয়ের চাপ পড়েছে। এজন্য দুধের চাহিদা বেড়ে গেছে।
নিকলী দামপাড়ায় অতিথি আপ্যায়ন ও বিয়ে উপলক্ষে দইয়ের ব্যবস্থা করা হয়ে থাকে।
বাজার ঘুরে দেখা গেছে, একাধিক বিয়ে ও পারিবারিক মেহমানদারিতে দইয়ের যোগান দিতে ক্রেতারা দুধ কেনার প্রতিযোগিতা শুরু করেছেন। আর এর ফাঁকে গোয়ালরা ইচ্ছামত গলাকাটা মূল্য দুধ বিক্রি করেছেন।
এ ব্যাপারে ভুক্তভোগী দামপাড়ার কবির হোসেন জানান, বিশেষ উৎসবে গোয়ালরা সিন্ডিকেট তৈরি করে অস্বাভাবিক মূল্যে দুধ বিক্রি করে আমাদের সাথে প্রতারণা করে। এ বিষয়ে মূল্য নির্ধারণে সরকারিভাবে নজরদারি করা প্রয়োজন।
উল্লেখ্য, স্বাভাবিক বাজারে প্রতি লিটার দুধ ৪০ টাকা থেকে ৫০ টাকা দরে বিক্রি হয়।