নিজস্ব প্রতিবেদক ।।
হেলিকপ্টার দেখতে খেলার মাঠে মানুষের ঢল নামে। বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর বিকালে নিকলী ফুটবল খেলার মাঠে এ দৃশ্যের সৃষ্টি হয়।
বহুদিন পর নিকলীর খেলার মাঠে হেলিকপ্টার এসেছে খবর শুনে আশপাশের গ্রামের নারী-পুরুষ, যুবক-শিশুরা ছুটে যান। ভিড় জমান। আনন্দ-উল্লাসে হৈ হুল্লোড় করে।
জানা গেছে, এ হেলিকপ্টারে চড়ে নিকলীতে বেড়াতে এসেছেন ঢাকার মিরপুর আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। হেলিকপ্টার থেকে নেমে তিনি মাইক্রোবাসে চড়ে তার বন্ধু ষাইটধার গ্রামের উপ-সচিব হাসানাত লোকমানের বাড়িতে যান।
সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। পরে হেলিকপ্টারে চড়ে কিছু সময় নিকলীর হাওর ঘুরে দেখেন। স্বল্পকালীন এই ভ্রমণ শেষে তিনি নিকলী ত্যাগ করেন।