হঠাৎ হেলিকপ্টারে হাওর ভ্রমণে এমপি ইলিয়াস মোল্লা

ilias molla nikli

নিজস্ব প্রতিবেদক ।।

হেলিকপ্টার দেখতে খেলার মাঠে মানুষের ঢল নামে। বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর বিকালে নিকলী ফুটবল খেলার মাঠে এ দৃশ্যের সৃষ্টি হয়।
ilias molla nikli
বহুদিন পর নিকলীর খেলার মাঠে হেলিকপ্টার এসেছে খবর শুনে আশপাশের গ্রামের নারী-পুরুষ, যুবক-শিশুরা ছুটে যান। ভিড় জমান। আনন্দ-উল্লাসে হৈ হুল্লোড় করে।
ilias molla nikli
জানা গেছে, এ হেলিকপ্টারে চড়ে নিকলীতে বেড়াতে এসেছেন ঢাকার মিরপুর আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। হেলিকপ্টার থেকে নেমে তিনি মাইক্রোবাসে চড়ে তার বন্ধু ষাইটধার গ্রামের উপ-সচিব হাসানাত লোকমানের বাড়িতে যান।
ilias molla nikli
সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। পরে হেলিকপ্টারে চড়ে কিছু সময় নিকলীর হাওর ঘুরে দেখেন। স্বল্পকালীন এই ভ্রমণ শেষে তিনি নিকলী ত্যাগ করেন।

ilias molla nikli

Similar Posts

error: Content is protected !!