ফাহাদ আহম্মেদ পুলক, করিমগঞ্জ সংবাদদাতা ।।
করিমগঞ্জে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে রমজান আলী (৩০) ও হারেছ মিয়া (৫৫) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিহত রমজান আলী উপজেলার গুণধর ইউনিয়নের মোকামবাড়ির আবদুল মজিদের ছেলে এবং হারেছ মিয়া বারঘড়িয়া ইউনিয়নের কারণবাড়ির আবদুল গফুরের ছেলে। রোববার ১৮ সেপ্টেম্বর দুপুরে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় এই দুই কৃষকের প্রাণহানি ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গুণধর ইউনিয়নের মোকামবাড়ির কৃষক রমজান আলী বাড়ির সামনের জমিতে বৃষ্টির মধ্যে কাজ করছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এর আগে দুপুর ১২টার দিকে বারঘড়িয়া ইউনিয়নের কারণবাড়ির কৃষক হারেছ মিয়া বাড়ির পাশের ধানক্ষেতে বৃষ্টির মধ্যে কাজ করতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখান থেকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।