নিকলীর হাওরে বজ্রপাতে ২ জেলের মৃত্যু, আহত ১

thunder bojropat

বিশেষ প্রতিনিধি ।।

সোমবার ১৯ সেপ্টেম্বর দুপুরে কিশোরগঞ্জের নিকলীর হাওরে বজ্রপাতে ২ জেলের মৃত্যু এবং ১জন মারাত্মক আহত হবার ঘটনা ঘটেছে। মৃত জেলেরা হলেন উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে নূরুল ইসলাম (২০) ও মৃত সুনু মিয়ার ছেলে রুছমত আলী (৩০)।

আহত ব্যক্তি একই গ্রামের ফজলুর রহমানের ছেলে আ. মোকারিম (২০)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে নূরুল ইসলাম, রুছমত আলী ও আ. মোকারিম নামের ৩ জেলে সাজনপুর পূর্ব হাওরে মাছ ধরতে যায়। দুপুরে বজ্রপাতে যুবকত্রয়ের পানিতে থাকা দুইজন ও মাছ ধরার নৌকায় থাকা ১জন ঢলে পড়ে। এলাকাবাসী আহত ৩ জেলেকে উদ্ধার করে সাথে সাথে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক নূরুল ইসলাম ও রুছমত আলীর ঘনাস্থলেই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। মারাত্মক আহত আ. মোকারিমকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থাও আশংকাজনক বলে হাসপাতালের একটি সূত্র জানায়।

নিকলী থানার ওসি মুঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Similar Posts

error: Content is protected !!