মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনে কোনো ভাবেই কমছে না টিকেট কালোবাজারি। উপজেলার দুই রেলওয়ে স্টেশনের মধ্যে অন্যতম এ রেলওয়ে স্টেশনে বারবার ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করলেও ব্ল্যাকে টিকেট বিক্রি না কমায় রেলওয়ের সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে। এদিকে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে টিকেট বিক্রি করে ব্লেকাররা যাত্রীদের কাছ থেকে কয়েক মিনিটে হাতিয়ে নিচ্ছে হাজার টাকা।
সরেজমিনে ২৪ সেপ্টেম্বর শনিবার সরারচর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, টিকেটের জন্য ট্রেনযাত্রীদের কাউন্টারে ভীড়। পাশাপাশি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট না পেয়ে ব্লেকারদের কাছ থেকে অধিক মূল্যে টিকেট ক্রয় করার চিত্র। এছাড়াও চোখে পড়ে টিকেট ভাগাভাগি নিয়ে দুই ব্লেকার গ্রুপের মধ্যে সংঘর্ষের মনোভাব।
এমতাবস্থায় কয়েকজন রেলওয়ে যাত্রীর সাথে কথা হলে তারা জানান, অনেক চেষ্টার পরেও প্রতিবার এ স্টেশনের কাউন্টারে টিকেট পাই না। ফলে নিরূপায় হয়ে আমাদের সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ব্লেকারদের কাছ থেকে টিকেট ক্রয় করতে হয়। অনেক সময় টিকেট ভাগ্যে না মিলায় বাধ্য হয়ে টিকেট ছাড়াই গন্তব্যে পাড়ি দিতে হয়।
অভিযোগের ভিত্তিতে সরারচর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত আবাসিক টিকেট মাস্টারের সাথে কথা হলে তিনি জানান, স্টেশনে যাত্রী বেশি হওয়ায় সকল যাত্রী টিকেট পাচ্ছেন না। তিনি এ স্টেশনে টিকেটের পরিমাণ বাড়ানোর ওপর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।