বিশেষ প্রতিনিধি ।।
নিকলী উপজেলা সদরের সর্বাধিক ব্যস্ততম নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় মোড়। এই মোড়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির একটি খুঁটি নিচের দিকে ভেঙ্গে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ রয়েছে উদাসীন।
সরেজমিনে দেখা যায়, নিকলী উপজেলা সদরের সাথে ৭টি ইউনিয়নের সংযোগ, স্কুল-কলেজে যাতায়াতসহ উপজেলা সদরের আভ্যন্তরীণ যোগাযোগও নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের মোড়টি ভায়া হয়ে থাকে। এছাড়াও মোড়টিতে ২টি বাস স্ট্যান্ড, সিএনজিচালিত ১টি এবং ব্যাটারিচালিত অটোরিকশার ১টি স্ট্যান্ড রয়েছে।
রয়েছে খাবার হোটেল, কনফেকশনারি, ফার্মেসিসহ অর্ধশতাধিক দোকানপাট। সব মিলিয়ে দিবারাত্র ২৪ ঘণ্টা লোকারণ্যে ব্যস্ততম স্থান এটি। ঝুঁকি নিয়েই প্রতি দিন হাজার হাজার ছাত্র-শিক্ষক, জনতা, যানবাহন খুঁটিটির নিচ দিয়ে চলাচল করছে।
মোড়ের ব্যবসায়ী তানহা কনফেকশনারির স্বত্ত্বাধিকারী আবু তাহের জানান, প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশংকায় থাকি। সামান্য বাতাস এলেই বুক ধরফর করে। যে কোন সময় ভাঙ্গা খুঁটিটি পড়ে যেতে পারে।
পল্লী বিদ্যুতের নিকলী উপজেলার সিনিয়র লাইনম্যান গোপাল বাবু জানান, খুঁটিটি তার চোখে পড়েনি। শিগগিরই তিনি খুঁটিটি দেখে উর্ধ্বতনকে জানাবেন।
পল্লী বিদ্যুতের কটিয়াদী জোনের ভারপ্রাপ্ত ডিজিএম আক্তারুজ্জামান এ প্রতিনিধিকে মুঠোফোনে বলেন, আমি নতুন। সব জায়গায় যাওয়াও হয়নি। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।