নিকলীতে বিদ্যুৎ সপ্তাহের বাজেট তছরুপ

biddut tohbil tosrup

বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে বিদ্যুৎ সপ্তাহ পালনে বরাদ্দকৃত বাজেট তছরুপের অভিযোগ পাওয়া গেছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০টায় অনুষ্ঠিত বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত “জ্বালানী নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা” শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার বাজেটে এ তছরুপের ঘটনা ঘটে।

বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের মোট সম্ভাব্য ব্যয়ের প্রাক্কলন উল্লেখ করা হয় যথাক্রমে ৫ জন বিচারক, ১ জন সঞ্চালকের প্রত্যেকের সম্মানী বাবদ ২ হাজার করে। ৪৮ বর্গ ফুটের ১টি পিভিসি ব্যানারের মূল্য ৯ হাজার ৬শ, বিবিধ লজিস্টিক ব্যয় ১০ হাজার, প্রতি জন বাবদ ৫শ টাকা করে ১শ জনের আপ্যায়ন খরচসহ সনদপত্র ও উপহার সামগ্রী (বই) ৩ সেটের মূল্য নিয়ে সর্বমোট ৮৯ হাজার ১শ।

biddut tohbil tosrup

সরেজমিনে দেখা যায়, ৪০ জন উপস্থিতির প্রত্যেককে একটি মাঝারি কলা, ১টি কেক ও ১টি নিম্নমানের আপেলের প্যাকেট দিয়ে আপ্যায়ন করা হয়েছে। হলরুম ভাড়া, পরিষ্কার, সাউন্ড সিস্টেম ইত্যাদি বিবিধ ব্যয় বলতে যা বুঝায় তা উপজেলা পরিষদ বিনা সার্ভিস চার্জে সরবরাহ করে। পিভিসি ব্যানারটির বাজারমূল্য রয়েছে ৯শ ৬০ টাকা।

বক্তৃতা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় পুরস্কার সামগ্রীর (বই) বাজারমূল্য প্রাক্কলিত দরের নিম্নে। সর্বসাকুল্যে মোটা অঙ্কের তহবিল তছরুপ হয়েছে বলে উপস্থিতিদের অনেকে মন্তব্য করেন। এ ব্যাপারে প্রতিযোগিতার বিচারক ও কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম এন্ড ওএম মো. বদর উদ্দিন জানান, পরিপত্র মোতাবেক না হলেও অপরাপর এলাকার চেয়ে বেশিই উপস্থিতি ছিলো। বরাদ্দ সংকোচন প্রশ্নে তিনি পরে কথা হবে বলে এ প্রতিনিধিকে জানান।

Similar Posts

error: Content is protected !!