মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। ২৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার পৌরশহরের বাজিতপুর (ভাগলপুর) রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
ট্রেন কাটায় নিহত রায়হান (৬০)-এর বাড়ি উপজেলার দিলালপুর ইউনিয়নের নয়াহাটি গ্রামে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, স্টেশন থেকে ট্রেনে ওঠার জন্য রায়হান ইঞ্জিনের সামনে দিয়ে ট্রেনের এপাশ থেকে ওপাশে যাচ্ছিলেন। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।