“শিক্ষার্থীদের গুণগত মানের দিকে খেয়াল রাখবেন”

president mithamoin

আমাদের নিকলী ডেস্ক ।।

রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছেন, তদবির ছাড়াই যেন চাকরি হয়, সেভাবে তোমাদের লেখাপড়া করতে হবে। এসময় তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের গুণগত মানের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, গুরুদয়াল কলেজের ভিপি থাকাকালীন ১৯৬৭ সালের দিকে মিঠামইনে হাইস্কুল করার জন্য হাওরের বিভিন্ন জায়গা থেকে ৪২ মণ ধান সংগ্রহ করেছিলাম।

president mithamoin

হাওরে এক সময় প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য শিক্ষিত মানুষ খুঁজে পাওয়া যেত না। এখন হাওরে কিছুসংখ্যক শিক্ষিত মানুষ আছে।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মহিউদ্দিন খান ও রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া প্রমুখ।

এর আগে ১২টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে মিঠামইন উপজেলার হ্যালিপ্যাডে অবতরণ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সূত্র : তদবির ছাড়া যেন চাকরি হয়, সেভাবে লেখাপড়া করো (বাংলানিউজ২৪)

Similar Posts

error: Content is protected !!