পর পর ৫টি সাফল্যমণ্ডিত আয়োজনের পর আন্তর্জাতিক মানের সামগ্রিক বিষয় নিয়ে বৈশ্বিক চাহিদার সাথে সামঞ্জস্য রেখে ৫ ও ৬ অক্টোবর ২০১৬ তারিখে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডেনিমস এন্ড জিন্স ডটকম (Denimsandjeans.com)-এর ৬ষ্ঠ সংস্করণ। এই দ্বিবার্ষিক ডেনিম প্রদর্শনীটি এমন একটি অবস্থান তৈরি করে যেখানে সারা বিশ্বের Denim Community তাদের উদ্দেশ্য নিয়ে পারস্পরিক বোঝাপড়া ও ভবিষ্যতের কর্ম পরিকল্পনা নিয়ে Denim বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ Denim Supplier দেশ বাংলাদেশের সাথে সেতুবন্ধন তৈরি করতে পারে।
ডেনিম সারাবিশ্বের বেশিরভাগ জনগোষ্ঠীর পছন্দের পোশাক। বাংলাদেশের তৈরী পোশাক খাতে নতুন এক সম্ভাবনা দেখা দিয়েছে ডেনিম বা জিনস পণ্যে। এবারের ডেনিম শো Denim প্রেমিদেরকে Denim দুনিয়ার এক প্রাচীন ভ্রমণে নিয়ে যাবে Denimsandjeans.com Bangladesh-এর ৬ষ্ঠ সংস্করণ” যেখানে ভবিষ্যৎ অতীতকে একটি সুন্দর বর্তমানের ডাক দিবে।
বিশ্ববাজারে বাংলাদেশের তৈরী পোশাক রফতানিতে দ্বিতীয় অবস্থানে, আর ডেনিম রফতানিতে এখন তৃতীয় অবস্থানে রয়েছে। বর্তমান বিশ্বে ডেনিমের বাজার প্রায় ৫৬ বিলিয়ন ডলার। ২০২১ সালে এর বাজার ৬৪ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। ডেনিমে বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশগুলো : চীন, ভারত ও ইন্দোনেশিয়া। তবে উচ্চমূল্যের ডেনিম কাপড় উৎপাদনে তুরস্কের বিশেষ সুনাম রয়েছে। পাশাপাশি ডেনিম উৎপাদনে বাংলাদেশও কম গুরুত্বপূর্ণ নয়।
আশাবাদের খবর হচ্ছে উচ্চমান ও মূল্যের পাশাপাশি ফ্যাশনেবল ডেমিনের উৎপাদনকে গুরুত্ব দিয়ে ২০২১ সালে ৫০ বিলিয়ন ডলারের রফতানি আয়ের লক্ষমাত্রা অর্জনে কাজ করছে এ শিল্পখাতের উদ্যোক্তারা। Denim-এর একটি উল্লেখযোগ্য রীতি হচ্ছে অতীতে ফিরে যাওয়া এবং Denim-এর বৈচিত্র্যময় বৈশিষ্ট্য যেখানে রঙ, সেলাই, ধরন দর্শনার্থীকে সেই ১৯৯০ সালে ফিরিয়ে নিয়ে যাবে। আশার কথা হচ্ছে ২০২০ সালের মধ্যে Denim Industry আন্তর্জাতিক বাজারে ৬৪ বিলিয়নে পৌঁছাবে যার ৭০ ভাগই আসবে এশিয়া থেকে। বাংলাদেশ হবে এশিয়ার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ।
এই পরিসংখ্যানটি মাথায় রেখে বলাই যায়, এই প্রদর্শনীটি আন্তর্জাতিক বাজারে Denim Industryকে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আসবে। বিশ্বব্যাপী সীমিতসংখ্যক Denim কোম্পানির সীমাবদ্ধতা কাটিয়ে Denimsandjeans.com Bangladesh বরাবরই পৃথিবী বিখ্যাত Brands প্রস্ততকারক প্রতিষ্ঠান, পাইকার এবং ক্রেতাদের একত্র করে এই শো-টি আয়োজন করছে যা অত্যন্ত সমৃদ্ধশালী বাংলাদেশী Denim Industryকে আরও সমৃদ্ধ করছে। বাংলাদেশী Denim Industry ইতিমধ্যে চীনের চেয়ে ৫০ শতাংশ বেশি Denim পণ্য ইউরোপিয়ন ইউনিয়ননে সরবরাহ করছে।
Textile খাতে বাংলাদেশ একটি ব্যাপক সম্ভাবনাময় ক্ষেত্র, বিশেষ করে Denim পণ্য তৈরি ও রপ্তানিতে এবং কয়েক বছর যাবত লক্ষ্য করা যাচ্ছে এটি অত্যন্ত সমৃদ্ধশালী বাজারে রূপ নিচ্ছে। Denimsandjeans.com বাংলাদেশের প্রতিষ্ঠাতা সন্দ্বীপ আগারওয়াল বলেন, Denim Showতে আমাদের প্রধান উদ্দেশ্যই হল বাংলাদেশের এই অপার সম্ভাবনাময় ক্ষেত্রটিকে বিশ্ব দরবারে পরিচিত করা। Denim-এর বর্তমান প্রস্তুতপ্রণালী হচ্ছে খুবই আধুনিক। যেখানে আধুনিক সেলাই, সুতার কাজ এবং বুননে পরিপূর্ণতার ছোঁয়া এনে Denim পোশাকের প্রাচীন রূপ তুলে ধরে যার ওপরের অংশে প্রাচীন Denim শিল্পের প্রভাব থাকলেও ভেতরের অংশে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়। এটাই হচ্ছে Vintage Recall ।
Denim প্রদর্শনীটি শুধুমাত্র একটি প্রদর্শনীর মাঝেই সীমাবদ্ধ নয়, বরং এটি ডেনিম-এর সামগ্রিক কার্যকলাপের দৃশ্যমান বাস্তবায়ন। এবারের শো-তে পৃথিবীর দক্ষ, অভিজ্ঞ ও কুশলী Denim বিশেষজ্ঞদের অংশগ্রহণে Seminar অনুষ্ঠিত হবে, যেখানে তারা তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান, Denim পণ্যের বিস্তার ও Denim-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এই শো-টি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য। কিন্তু আগ্রহী দর্শনার্থীরাও এই লিংকে গিয়ে www.bdshow.denimsandjeans.com/invite.php রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করতে পারবেন।
Denimsandjeans.com একটি প্রিমিয়াম ফ্যাশন ওয়েবসাইট। যেটি Denim পণ্যের গবেষণা থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটির সাথে জড়িত এবং গত ৯ বছর যাবত Denim শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে সেবা দিয়ে আসছে। ওয়েবসাইটটিতে যে সব Article এবং Report প্রকাশিত হয় সেগুলোকে Denim Industry-এর সবচেয়ে বিশ্বাসযোগ্য উৎস হিসেবে বিবেচনা করা হয়। Denimsandjeans.com কোম্পানিটি বাংলাদেশ এবং ভিয়েতনামে Denim প্রদর্শনীর স্রষ্টা হিসেবে বিশেষভাবে সমাদৃত। আরো তথ্যের জন্য ভিজিট করুন www.denimsandjeans.com। বিজ্ঞপ্তি