মো. আরিফুল ইসলাম, বাজিতপুর সংবাদদাতা।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মৃত্তিকা রহিমা আক্তার শিক্ষা অ্যাওয়ার্ড ২০১৬ ও নিবেদিত পাঠক পুরস্কার প্রদান করা হয়েছে।
১ অক্টোবর শনিবার বাজিতপুর উপজেলা পরিষদ (নান্দিনা) হল রুমে মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের আয়োজনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম শারজিল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জাকির হোসেন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাজিতপুর কলেজের অধ্যক্ষ আ কা মো গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমুখ। এর আগে প্রধান অতিথিকে ক্রেস্ট তুলে দিয়ে বরণ করেন মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের উপদেষ্টা এমরান উদ্দিন ভূঁইয়া।
এ বছর উপজেলার শ্রেষ্ঠ পাঁচ শিক্ষক ফাতেমা জান্নাত, নুরজাহান বেগম, শিবুল মিয়া, ডলি চক্রবর্তী ও মো. হাসান কবিরকে শিক্ষা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও ‘ফুল-ফারছু’ পাঠাগারের পক্ষ থেকে ১৮ জনকে নিবেদিত পাঠক হিসেবে যাচাই করে পুরস্কার দেয়া হয়।