নিজস্ব প্রতিবেদক ।।
হাওর কৃষক ও মৎস্যশ্রমিক জোট একটি গণসংগঠন। এক দশকের উদ্যোগ আর একঝাঁক তরুণ যুবার নিরলস উদ্যমে একটি অবকাঠামো পেলো।
হাওর কৃষক ও মৎস্যশ্রমিক জোট আয়োজিত স্টেকহোল্ডার সমাবেশে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক প্রবীণ রাজনীতিক হাওর ভূমিপুত্র এডভোকেট জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক ও লেখক মু আব্দুল লতিফ, গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস ও গণমাধ্যম ব্যাক্তিত্ব, একুশে টিভির জেলা প্রতিনিধি সাবেক ছাত্রনেতা সাকাউদ্দীন আহমেদ রাজন, হাওরের জননেতা সাবেক নিকলী উপজেলা চেয়ারম্যান মরহুম ইদ্রীস আলীর সহধর্মিণী নারীনেত্রী হোসনেয়ারা মুক্তা, উপমা’র প্রধান নির্বাহী রওশন আরা, আমাদের সময়ের জেলা প্রতিনিধি ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কার্যকরী সদস্য শেখ মাসুদ ইকবাল, দেশ টিভির কিশোরগঞ্জ প্রতিনিধি নাজমুল হাসান এবং স্কাউট লিডার ও সাংবাদিক শাহীন আলম সহ হাওর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হাওর এলাকার সমন্বিত ও যুগোপযোগী উন্নয়ন নিশ্চিত করতে সবাই একমত পোষণ করেন। খন্দকার মাহবুবুর রহমানের সভাপতিত্বে সংগঠনের কারিগরী সমন্বয়কারী এম এইচ অনুপম মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি জিল্লুর রহমান হাওরের সদর দফতরের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি ও যুবনেতা রফিকুল আরমানসহ সংগঠনের সর্ব স্তরের নেতা-কর্মী ও শুভান্যুধায়ীরা উপস্থিত ছিলেন।