আমাদের নিকলী ডেস্ক ।।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১৬ অক্টোবর। আবেদন কার্যক্রম চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। এছাড়া পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ভর্তি পরীক্ষা আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। বাসস
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এবারের ভর্তি পরীক্ষায় ফি সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এবারের পরীক্ষায় মোট দুই ইউনিটে আবেদন করা যাবে। যদি কোন শিক্ষার্থী ‘এ‘ এবং ‘বি‘ উভয় ইউনিটের পরীক্ষা দিতে চায় তাহলে উভয় ইউনিটের জন্য পৃথকভাবে আবেদন করতে হবে। এবার শিক্ষার্থীদের পছন্দের বিষয়গুলোতে রেজিস্ট্রেশনের সুবিধার্থে ‘এ‘ এবং ‘বি‘ ইউনিটের বিভাগসমূহকে দুটি সাব-ইউনিটে (বি-১, বি-২) ভাগ করা হয়েছে।
এবারের ভর্তি পরীক্ষায় এ ইউনিটে মোট ৬১৩ এবং বি ইউনিটে ৯৫০ জনকে ভর্তি করা হবে। এছাড়া সংরক্ষিত আসনে মোট ৯২ জনকে ভর্তি করা হবে বলে জানানো হয়।
ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে জানতে চাইলে ০১৫৫৫৫৫৫০০১-৫ হটলাইনে এবং বিস্তারিত www.sust.edu (সাস্ট.এডু) এই ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রবেশপত্র আনতে sust.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে নিয়ে আসতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ, সদস্য সচিব অধ্যাপক ড. বেলায়েত হোসেন, অধ্যাপক কবির হোসেন, অধ্যাপক মোশতাক আহমেদ, অধ্যাপক জহিরুল ইসলাম এবং অধ্যাপক রেজা সেলিম।