কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে সেকায়েপ প্রকল্পের আওতাধীন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচী ’১৬-এর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা রোববার ২ অক্টোবর উপজেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এক ঘণ্টা সময়ের এ পরীক্ষায় ২৬টি মাধ্যমিক বিদ্যালয়, ২০টি মাদ্রাসা ও ১টি কারিগরি কলেজের ৯৬৯১জন ছাত্রছাত্রীর মধ্যে ৮৬২৯ জন অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া ও প্রোগ্রাম অফিসার জহুরুল ইসলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।