নিজস্ব সংবাদদাতা ।।
মাথিয়া ই.ইউ ফাযিল মাদরাসার (কিশোরগঞ্জ) প্রবীণ ও নিবেদিতপ্রাণ শিক্ষক মাওলানা শামছুদ্দিন আহমদের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় গত ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকায়। জুনাইদ আহমদের কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
হামদ-নাত পরিবেশন করে রাবিয়া আখতার (আলিম ২য়), আতিয়া আয়মান (৫ম) ও মাঈশা মুমতাজ (৩য়)। সভাপতিত্ব করেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিনুল হক। উপাধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের স্বাগত বক্তব্যের পর শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে বক্তব্য রাখে সুমাইয়া তাবাসসুম পলি (আলিম ২য়), হাফিজ মো. আসাদুল্লাহ (আলিম ২য়), শিব্বির আহমদ (প্রাক্তন ছাত্র)।
বিদায়ী সঙ্গীত পরিবেশন করে মুস্তাফিজুর রহমান (আলিম ১ম)। বিদায়ী শ্রদ্ধাঞ্জলি পাঠ করে রুমেলা নূর (আলিম ২য়)। শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা আবু ইসহাক (সহকারী মৌলবি), মাওলানা আব্দুল কাইয়ুম (সহকারী মৌলভী), মাওলানা মাহফুজুর রহমান (প্রভাষক-আরবি), মাওলানা আজহারুল ইসলাম (প্রভাষক-আরবি), শহিদুল ইসলাম ভূঞা (প্রভাষক-বাংলা), শাহ মো. মাহফুজুল আযিম (সহকারী অধ্যাপক)।
অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন আলহাজ্জ মাওলানা হিফজুর রহমান (তত্ত্বাবধায়ক সুলতানপুর নুরুল উলুম দাখিল মাদরাসা), মো. লুৎফুর রহমান (সাবেক সভাপতি, আলহাজ্জ আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও মাদরাসার প্রতিষ্ঠাতা হাজী ইবরাহিম বেপারির সন্তান) এবং আলহাজ মাওলানা আ.ন.ম. মুহিউদ্দিন (প্রাক্তন উপাধ্যক্ষ, মাথিয়া ই.ইউ. ফাযিল মাদরাসা)।
বিদায়ী শিক্ষক মাওলানা শামছুদ্দিন আহমদ অশ্রুসিক্ত নয়ন ও কান্নাবিজড়িত কণ্ঠে হৃদয়ের আকুতি প্রকাশ করলে উপস্থিত সবাই ভারাক্রান্ত হয়ে পড়েন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর আজিজুল হক শাহ চৌধুরী বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, গুরুদয়াল সরকারী কলেজ, কিশোরগঞ্জ। প্রধান অতিথি ছিলেন, মাদরাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। আরো উপস্থিত ছিলেন, মাদরাসার গভর্নিং বডির সম্মানিত সহ-সভাপতি মো. মুজিবুর রহমান, সদস্য মো. মুখতার হোসাইন, কাজী রুকন উদ্দিন, প্রাক্তন সদস্য মিলন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন কবি, প্রাবন্ধিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ইসমাঈল হোসাইন মুফিজী। অধ্যক্ষের সমাপনী বক্তব্য ও মাওলানা ফখরুদ্দিনের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তী ঘটে।